বাংলাস্ফিয়ার—সময়সীমা ও ব্যয়বরাদ্দ দুটোই ব্যাপকভাবে অতিক্রান্ত। তবু আনন্দের খবর হল এই যে নাসার নতুন চন্দ্রযানটিকে অবশেষে রীক্ষামূলকভাবে পাঠানো হচ্ছে উড়ানে।
বাংলাস্ফিয়ার- হাদি মাতার। সলমন রুশদির উপর হামলা চালিয়ে তিনি এখন রুশদি-বিরোধী দুনিয়ায় হিরো। ২৪ বছর বয়সে সব রকম ভাবে প্রায় ব্যর্থ মাতার এই ভাবে সহজে সাকসেস পেয়ে গেছে।
নো নিউজ ইজ গুড নিউজ। সেই কবে থেকে শুনছি, আপনারাও নিশ্চয়ই শুনেছেন। এর গূঢ় অর্থটি হল, খবর মানেই দুঃসংবাদ, কোনও খবর না থাকার মানে কোনও দুঃসংবাদ নেই। যাক বাবা বাঁচা গেল!